দশ হাজার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ১ : নজরদারি চলছে সীমান্ত এলাকায়

15th December 2020 9:36 am অনান‍্য
দশ হাজার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ১ : নজরদারি চলছে সীমান্ত এলাকায়


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) :  নেশা ‌বিরোধী অভিযানে আবারো সাফল্য পেলো উত্তর জেলার পুলিশ ।  পুলিশ সুপার ভানুপদ  চক্রবর্তী ও কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার এর নেতৃত্বে যৌথ অভিযানে ধর্মনগর মহকুমার অন্তর্গত নতুনবাজার এলাকার মূল সড়ক থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক নেশাকারবারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ । জানা যায় পুলিশের কাছে পূর্বেই খবর ছিলো পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে  নেশাজাতীয় ট্যাবলেট রাজ্যের উত্তর জেলার ধর্মনগরে শহরে প্রবেশ করছিলো । সেই মোতাবেক পুলিশ আগে থেকেই সেই জায়গায় উৎ পেতে বসেছিলো ।  সংশ্লিষ্ট এলাকায় বাইকে চড়ে নেশাজাতীয় ট্যাবলেট গুলো বহন করে নিয়ে আসার সময় পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে নেশাজাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয় । গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নুরুল ইসলাম তার বাড়ি চুড়াইবাড়ী থানার ফুলবাড়ী এলাকায় । পুলিশ সুপার জানিয়েছেন আটক কৃত নেশাজাতীয় ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা হবে । কদমতলা থানার পুলিশ ইতিমধ্যে এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।